শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ৫৮Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: নাট্যপ্রেমীদের আকাঙিক্ষত সংসৃতি নাট্য উৎসব বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি থেকে একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে শুরু হচ্ছে। চার দিনের এই নাট্য উৎসব চলবে ২ মার্চ পর্যন্ত। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছটায় ‘শের আফগান’,২৮ ফেব্রুয়ারি শুক্রবার, সন্ধে সাড়ে ছটায় ‘আন্তিগোনে’, ১ মার্চ শনিবার, দুপুর তিনটেয় ‘কোথাকার চরিত্র কোথায় রেখেছো’, ১ মার্চ শনিবার, সন্ধে সাড়ে ছটায় ‘ব্রেন’, ২ মার্চ রবিবার দুপুর তিনটেয় ‘খোক্কস’ এবং ২ মার্চ রবিবার সন্ধে সাড়ে ছটায় ‘হয়বদন’।
নয়ের দশকে শুরু হওয়া এই নাট্য উৎসব এবারে পা রাখল ৩২ বছরে। এবারের সংসৃতি নাট্য উৎসবের থিম ঠিক কী? কেন এবারের উৎসব বাকি বছরের তুলনায় অনেক বেশি ‘কঠিন’? আজকাল ডট ইন-কে জানালেন এই উৎসবের আয়োজক তথা বাংলা নাট্যজগতের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়।
বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল নাট্যকারকে –“সংসৃতি দলের পথ চলা শুরু ১৯৯৩ থেকে। দলের জন্মদিন ২৮ ফেব্রুয়ারি। সেই উপলক্ষে আমরা প্রতি বছর-ই একটা নাট্য উৎসবের আয়োজন করি। এই নাট্য উৎসবে নাটকের পাশাপাশি একাধিক সম্মেলনের আয়োজন করা হয়। প্রতি বছর-ই আমাদের এই নাট্য উৎসবের একটা থিম থাকে। এবারের থিম নারীদের বিপ্লব। সারা পৃথিবীতে যত নারীদের বিপ্লব হয়েছে, তা নিয়েই। এটা আবার পুরোপুরি নারীবাদী...এরকম নয় কিন্তু বিষয়টা। বরং বলা ভাল, নারীশক্তির ইতিহাস।”
খানিক থেমে ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটকের পরিচালক বলে উঠলেন, “এবারে আমাদের লড়াইটা আরও বেশি। অনেকটাই বেশি। কেন্দ্রীয় সরকার আমাদের নাট্যদলের অনুদান কেড়ে নিয়েছে। কেন্দ্রের গুণকীর্তন করে নাটক মঞ্চস্থ করতে হবে, সেই ফরমান অগ্রাহ্য করার পাশাপাশি বিরোধিতা করার কারণেই এই কাণ্ডটি করেছে কেন্দ্রীয় সরকার। তার ফলে, সম্পূর্ণ মানুষের উপর নির্ভর করতে হচ্ছে। তাই এ বছর থেকে সংসৃতি একক সংগ্রামের ইতিহাস শুরু হল। অবশ্য তাতে আমাদের দাবানো যাবে না! কারণ দর্শক আমাদের বাঁচিয়ে রাখে। সেই দিক থেকে অনুদান না পেয়ে ভাল-ই হয়েছে আমাদের পক্ষে। কোনও নির্ভরশীলতা আর রইল না। আমাদের একটাই নির্ভরশীলতা রয়েছে আর তা হল দর্শকের উপর। আমার দৃঢ় বিশ্বাস, দর্শক সংসৃতিবিমুখ হবেন না।”
সংসৃতি নাট্যোৎসবের প্রথম দিনের নাটক শের আফগান। নামভূমিকায় রজতাভ দত্ত। সংসৃতি নাট্যোৎসব নিয়ে জনপ্রিয় এই অভিনেতার কথায়, “৩২ বছর পেরোল সংসৃতি। এত বছরে নাট্যকার হিসাবে দেবেশের যেমন বিবর্তন হয়েছে, সংসৃতির-ও হয়েছে। বিভিন্ন ধরনের, নানান ঘরানার নাটক নিয়ে যে কাজ করেছে এই দল তা আর বলার অপেক্ষা রাখে না। এই রকম নাট্যোৎসবের জন্য কিন্তু পুরনো নাটককে ফের একবার ফিরে দেখার সুযোগ পাওয়া যায়। সেটা কিন্তু কম চমৎকার ব্যাপার নয়। 'শের আফগান'-ই তো ১০ মাস পর মঞ্চস্থ হল... তাছাড়া, কোনও দলের এত দীর্ঘ বছর পথ চলাও কিন্তু কম চাট্টিখানি ব্যাপার নয়। কেন্দ্রীয় অনুদান নেই, নানান ভাঙাগড়ার আবহেও সংসৃতি কিন্তু নিজের জায়গা দিনের পর দিন আরও সুদৃঢ় করেছে। দেবেশকে অভিনন্দন, সংসৃতিকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন।”
নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?